কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

পপুলার২৪নিউজ ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী ২৮ মার্চ হাজিরার দিনে শুনানির দিন ধার্য করা হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলি আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মুস্তাইন বিল্লাহ বুধবার বিকেলে এ আদেশ দেন।

এর আগে গত সোমবার (১২ মার্চ) বিকেলে এক আদেশে খালেদা জিয়াকে আগামী ২৮ মার্চ কুমিল্লার আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট অর্থাৎ হাজিরা পরোয়ানা ইস্যু করেছিল একই আদালত। আদালতের এ আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) সুব্রত ব্যানার্জি।

খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত ও অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, গত ১২ মার্চ কুমিল্লার সংশ্লিষ্ট আদালত আগামী ২৮ মার্চ খালেদা জিয়াকে হাজির করার নির্দেশ দেয় এবং প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু করে। এর প্রেক্ষিতে আমরা খালেদা জিয়ার জামিনের জন্য আদালতে আবেদন দাখিল করার পর বুধবার বিকেলে ওই আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আগামী ২৮ মার্চ হাজিরার দিনে শুনানির দিন ধার্য করে আদেশ দেন।

এর আগে কুমিল্লার ৫নং আমলি আদালত চলমান জি আর ৫১/১৫ মামলায় গত ২ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছিল এবং ওই গ্রেফতারি পরোয়ানাটি ইতোপূর্বে ঢাকার গুলশান থানায় প্রেরণ করা হয়। এ মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানোর জন্য গত সোমবার (১২ মার্চ) গুলশান থানার ওসি এ বি সিদ্দিক স্বাক্ষরিত একটি আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫নং আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ আগামী ২৮ মার্চ কুমিল্লার আদালতে খালেদা জিয়াকে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আদেশ দেন। ওইদিন বিকেলে আদালতের আদেশটি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-টাঙ্গাইল চারলেনে যানজট থাকবে না : সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধমামলা না থাকলে নির্ধারিত সময়েই পাঁচ সিটির নির্বাচন: সমবায়মন্ত্রী