ইসলামী বিশ্ববিদ্যালয়ে বোরকা নিষিদ্ধ

পপুলার২৪নিউজ ডেস্ক :

ইন্দোনেশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে। জাভার ইয়োগাকার্তা শহরে অবস্থিত ‘দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটি’ তাদের ক্যাম্পাসে মৌলবাদী চিন্তা-চেতনাকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে এ সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। খবর জাকার্তা টাইমসের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বোরকা পরা ছাত্রী এবং মৌলবাদী দলগুলো সুস্থ শিক্ষাদানে বাধা সৃষ্টি করছে।

এ কারণেই নিয়মিত বোরকা অথবা নেকাব পরে এমন ৪১ জন স্নাতক ছাত্রীকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। যেখানে সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে তারা সবাই হিজাব পরতে পারবে ঠিকই, তবে নিজেদের মুখ ঢাকতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধকামরাঙ্গীরচরের উন্নয়নে পদক্ষেপ নেয়া হচ্ছে : সাঈদ খোকন
পরবর্তী নিবন্ধ২ শর্ত পূরণ করলেই বার্সায় ফিরবেন নেইমার