২২ অতিরিক্ত যুগ্ম সচিব বদলি

পপুলার২৪নিউজ ডেস্ক :

প্রশাসনে ৬ অতিরিক্ত ও ১৬ যুগ্ম সচিব পদে রদবদল এনেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক সীমা সাহাকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।

বিসিকের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইফতেখারুল ইসলাম খানকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও মোহা. রেজাউল করিমকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব উৎপল কুমার দাসকে দুর্যোগ বস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্তি ও রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তাক হাসানকে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া দুটি আদেশে ১৬ জন যুগ্ম সচিবের দফতর বদল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুসা বিন শমসেরের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ১১ এপ্রিল
পরবর্তী নিবন্ধমুশফিক যে এতো ছক্কা মারতে পারে তা জানা ছিল না: পাপন