চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন ব্যংকিং অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ ডেস্ক :
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন ব্যংকিং অপারেশন’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গত ০৯ মার্চ ২০১৮, শুক্রবার আগ্রাবাদস্ত হোটেল সেন্টমার্টিনে উদ্বোধন করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এসময় ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহীম দুয়ারি, চট্টগ্রাম জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড জোনাল হেড মোহাম্মদ আজম এবং ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকীসহ চট্টগ্রাম জোনের ২২ টি শাখার শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রাম জোনের সকল শাখার দ্বিতীয় কর্মকর্তা, বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ বিভাগ এবং জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীদেবীর স্থলাভিষিক্ত হচ্ছেন মাধুরী
পরবর্তী নিবন্ধবিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান