স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসলে কি দেশের উন্নয়ন হয়: প্রশ্ন প্রধানমন্ত্রী

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

তিনি আরও বলেন, যেখানে তিনি (বঙ্গবন্ধু) অন্যায় দেখেছেন, সেখানে তিনি প্রতিবাদ করেছেন। কী অন্যায় তিনি করেছিলেন? দেশ স্বাধীন করেছিলেন, আত্মপরিচয় এনে দিয়েছিলেন। তারপরও তাকে নির্মমভাবে হত্যা করা হলো।

বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ প্রথম প্রহরে ইপিআরের ওয়ার্লেস থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার মাটি থেকে একটি শত্রু বেচে থাকতে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন জাতির পিতা। দক্ষিণ এশিয়ায় একটা ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে জাতির জনকের নেতৃত্বে।

এদিকে সকাল থেকে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। দুপুর ১২টার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে।

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর মূর‌্যাল এবং বীরশ্রেষ্ঠদের আবক্ষ প্রতিকৃর্তি উদ্বোধন
পরবর্তী নিবন্ধআন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশের মানুষ: প্রধানমন্ত্রী