সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাঁপে মাঠ উত্তাপ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

আসন্ন সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রার্থীরা জোরশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিন প্রার্থীর সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। প্রার্থীদের দৌড়ঝাঁপে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পৌরসভায়।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাদের বখ্ত সোমবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় যোগ দেন। সংগঠনের সভাপতি সুয়েব চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবের আহমদগ অপুর পরিচালনায় নির্বাচনী প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন। এসময় নাদের বখ্ত বলেন, আমি আমার বড় ভাই আয়ূব বখ্ত জগলুলেল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই, দৃষ্টিনন্দন পৌরসভার বাকি কাজ শেষ করতে চাই। আমাদের পরিবারের সব সদস্য পৌরসভার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন, আমি তাদের পাশে থাকবো। সিদ্বান্ত নিয়েছি, বাকি জীবনটা তাদের সঙ্গেই কাটাবো। এছাড়া নাদের বখ্ত ওয়েজখালী, নতুনপাড়া, মোক্তারপাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
নাদের বখ্তের পক্ষে শহরের ওনং ওয়ার্ডে কাজিরপন্টে এলাকায় মতবিনিময় করেন, জেলা আ.লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম, আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ, এডভোকেট নজরুল ইসলাম, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, এডভোকেট চাঁন মিয়া, এডভোকেট আব্দুল ওয়াদুদ, জুনেদ আহমদ, রাশেদ বখ্ত নজরুল, অমল কর, জেলা পরিষদ সদস্য এডভোকেট আব্দুল আজাদ রুমান, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সৈকতুল ইসলাম শওকত উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন সারাদিন শহরের বিভিন্ন এলাকায় লাগাতার গণসংযোগ করেন। সালাদীনের সঙ্গে তার স্ত্রী সৈয়দা জিনিয়া ফারহানাও নির্বাচনী প্রচারণায় নেমেছেন। সোমবার বিকেলে তিনি বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম সুলতানপুরের মহিলা বৈঠক করেন। এসময় বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর সম্রাজ মিয়া, নূর হোসেনসহ স্থানীয় ভোটারগণ। এসময় তিনি জনগণের দেয়া ক্ষমতার অপব্যবহার নিয়ে দুঃখ প্রকাশ করার পাশাপাশি দেওয়ান গণিউল সালাদীন নির্বাচিত হলে সবাইকে সমানভাবে পৌরসভার সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দেন তিনি।
দেওয়ান গণিউল সালাদীন সোমবার থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পিরিজপুর, ওয়েজখালী এলাকায় ঘরে ঘরে ভোটারদের সঙ্গে সময় কাটান। রাতে বড়পাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি বলেন, গরীব দুঃখি মেহনতি মানুষের ভালোবাসাই আমার মূল শক্তি, মমিনুল মউজদীনের মতই পৌরবাসী ভালবেসে উন্নয়নের চাকা সচল রাখতে আমাকে ভোট দেবে।
বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সমর্থনে জেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ মতবিনিময় সভার আয়োজন করে। শহরের কাজিরপয়েন্টের লতিফা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, পৌর বিএনপির সভাপতি সভাপতি জোউল হক, বিএনপি নেতা আ ত ম মিছবাহ, সেলিম উদ্দিন আহমদ, নাদীর আহমদ, এডভোকেট মাসুক আলম, অধ্যক্ষ শেরগুল আহমদ, এটিএম হেলালসহ অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ।
এসময় বিএনপি’র প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধরী সুমন বলেন, ধানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের প্রতীক, এটা আমার ব্যক্তিগত প্রতীক না। খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে আপনাদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। সেই সাথে আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, আশা করছি পৌরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের মডেল পৌরসভা গড়ার সুযোগ দেবেন।

পূর্ববর্তী নিবন্ধহাওরের ১০টি গুরুত্বপূর্ণ ক্লোজারের বাঁধ নিয়ে চিন্তিত কৃষক
পরবর্তী নিবন্ধপাট শিল্পকে ধ্বংস করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী