বিমানবন্দর এলাকায় তেলের ট্রাক উল্টে ছড়িয়ে পড়লো তেল

পপুলার২৪নিউজ ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় মেঘনা পেট্রোলিয়ামের একটি তেলবাহী ট্রাক উল্টে সব জ্বালানি তেল রাস্তায় গড়িয়ে পড়ে।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে প্রায় নয় হাজার লিটার জ্বালানি তেল ছিল বলে জানা যায়।

ট্রাকটি খিলক্ষেত হয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দর চত্বর থেকে ইউটার্ন নেয়ার সময় উল্টে যায় ট্যাংকারটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর চত্বরের কিছু দূরে গতিরোধকের সামনে আসার পর ট্রাকের বাঁদিকের চাকা খুলে যায়। এ সময় ট্যাংকারের চালক এটিকে সড়ক বিভাজনের ওপরে উঠিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে এর আগেই ট্রাকের ডান দিকে চাকার স্প্রিং খুলে গিয়ে ট্যাংকারটি কাত হয়ে পড়ে যায়। এর সঙ্গে সঙ্গে ট্রাক থেকে তেল গড়িয়ে পড়ে ব্যস্ত এই সড়কে। এ সময় বিমানবন্দর চত্বর এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হন।

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরে ত্রিপুরা যাওয়ার সময় মায়ের গর্ভে ছিলেন বিপ্লব দেব
পরবর্তী নিবন্ধজাফর ইকবালের ওপর হামলার পৃষ্ঠপোষক বিএনপি: কাদের