জেলা প্রতিনিধি পপুলার২৪নিউজ:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফেরত যেতে আগ্রহী না হয় সেজন্য মিয়ানমার সরকার সীমান্তে ভীতির সৃষ্টি করছে।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর বরিশাল ক্লাব চত্বরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
এ সময় তিনি বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের তাদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দিয়েছে। এটা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়, মিয়ানমার রোহিঙ্গাদের সহজে ফেরত নিতে চাইবে না। আন্তর্জাতিক চাপ এবং বাংলাদেশের লবিংয়ের কারণে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হচ্ছে। কিন্তু যাদেরকে ফেরত নেয়া হবে, সেই রোহিঙ্গারা যাতে ফিরতে আগ্রহী না হয়, সেজন্য মিয়ানমার একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।