আজারবাইজানে মাদক নিরাময় কেন্দ্রে আগুনে নিহত ২৬

পপুলার২৪নিউজ ডেস্ক :

আজারবাইজানের রাজধানীর বাকুতে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আগুনে ২৬ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে বাকুর রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর আলজাজিরা।

তবে বিবিসি ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এপিএ জানিয়েছে, মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে ৫৫ জনের মধ্যে ৩৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আগুন লাগার পর মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে আজারবাইজানের ট্রেন্ড নিউজ এজেন্সি।

দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, জরুরি সহায়তা বিভাগের মন্ত্রী কামালাদ্দিন হাইদারভ ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপলাতক পুজদেমন কাতালোনিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন না  
পরবর্তী নিবন্ধসরকারের নীলনকশা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে: আমির খসরু