এক হাতে কোরআন থাক, অন্য হাতে কম্পিউটার : মোদি

পপুলার২৪নিউজ ডেস্ক :

ভারতীয় মুসলিম তরুণদের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এক হাতে কোরআন থাকুক, অন্য হাতে কম্পিউটার। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়ে ওঠারও প্রয়োজন রয়েছে বলে মনে করেন মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ : প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ নামের অনুষ্ঠানে অংশ নিয়ে এ বার্তা দেন মোদি। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারত সফরে আসা জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। খবর এনডিটিভির।

মোদি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানো মানে কোনো বিশেষ ধর্মীয় মতাদর্শের বিরোধিতা করা নয়। যে মানসিকতা যুব সমাজকে বিভ্রান্ত করে, লড়াইটা তার বিরুদ্ধে।’ তিনি বলেন, মুসলিমদের বিভ্রান্ত যুব সমাজকে ইসলামের মানবিক দিকগুলো বুঝতে হবে। তারই সঙ্গে আধুনিক প্রযুক্তিতেও তাদের দক্ষ হয়ে উঠতে হবে। মোদির কথায়, ‘সব ধর্মেই মনুষ্যত্বকে গুরুত্ব দেয়া হয়। ভারতীয় সংবিধানেও বহুত্ববাদকে স্বীকৃতি দেয়া হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধবান্ধবী নিয়ে ঘুরতে যাওয়ায় প্রাণ গেল স্কুলছাত্রের
পরবর্তী নিবন্ধআজ ঢাকা আসছেন ট্রাম্পের উপদেষ্টা লিসা কার্টিস