শওকত আলী প্রান্তিক মানুষের কথা বলেছেন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কালজয়ী কথাসাহিত্যিক শওকত আলী তার সাহিত্যে প্রান্তিক মানুষের কথা বলেছেন। প্রতিবাদের মাধ্যমে কিভাবে তাদের অধিকার আদায় করে নিতে হয় সে কথাও সাহিত্যে তুলে এনেছেন। তার সাহিত্যে বাঙালি জীবনের প্রতিটি ধাপ চিত্রিত হয়েছে।রাজনীতি বলতে শওকত আলী বুঝতেন অন্যায়ের প্রতিবাদ করা।
২৫ ফেব্রুয়ারি রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে দিনাজপুর সাংবাদিক সমিতি আয়োজিত কথাসাহিত্যিক শওকত আলী’র স্বরণ সভায় বক্তরা এসব কথা বলেন।
দিনাজপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক মর্তুজা হায়দার লিটনেরর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করেন কবি ও কথাসাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ।
বক্তারা আরো বলেন, এত বড় একজন লেখক হয়েও তিনি ছিলেন নিভৃতচারী। তার লেখায় তিনি বিভিন্ন সময়ের প্রেক্ষাপট তুলে ধরেছেন। বিশেষ করে ৬০ এর দশকে পূর্ব বাংলার জীবন তার সাহিত্যে অমূল্য সম্পদ। নতুন প্রজন্মকে জানিয়ে দিয়েছেন সেই সময়ের দিনগুলোর কথা। আরো তুলে ধরেছেন বাংলার মাটি ও মানুষের নানা কথা। তার চিন্তা ভাবনা ও লেখনি ছিল সমাজের নিম্ম স্তরের মানুষের জন্য।
অনুষ্ঠানে সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তিনি ছিলেন প্রথম সারির সাহিত্যিক। তার উপন্যাসের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের উত্তাল দিনগুলোর ইতিহাস জেনেছে। তিনি সারা বাংলা সাহিত্যের জন্য অনেক অবদান রেখে গেছেন। যা প্রান্তিক মানুষের মন জয় করেছে। মুক্তিযুদ্ধের পর আমাদের হতাশার দিনগুলো তিনিই তুলে ধরেছিলেন।
 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, মাঠের মানুষের জন্য যে দরদ তিনি তা সাহিত্য রচনা করেছেন। আমরা তার সাহিত্য পাঠ করে তাকে আরো ভাল করে চেনার চেষ্ঠা করব।
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে.জে (অব:)  মাহবুবুর রহমান বলেন, শওকত আলী ছিলেন ব্যতিক্রমধর্মী একজন লেখক। যারা প্রান্তিক মানুষ তাদের কথাই তিনি তার সাহিত্যে ওঠে এসেছে। তিনি বিশ^ সভায় বাংলাকে পরিচিত করেছেন। সকলকে সমানভাবে দেখার বিষয়টি তার লেখায় বার বার উঠে এসেছে। ভিন্ন আঙ্গিক, প্রান্তিক মানুষের কথা বলেছেন যাদের আমরা অপাংক্তেয় করে রেখেছি।
 নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, শওকত আলীর সাহিত্যের শক্তি কখনও প্রচারে আসেনি। তিনি একটি উপন্যাস সৃষ্টি করতে একটি ভাষা তৈরী করেছিলেন। কিন্তু শওকত আলীকে চেনাতে গণমাধ্যমের ভূমিকা নগন্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক ড. মাসুদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষক শাফিক আফতাব প্রমুখ।
 উপস্থিত ছিলেন শওকত আলীর ছেলে আসিফ শওকত কল্লোল ও তার স্ত্রী ফারজানা শওকত, দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার বিভিন্ন সদস্য ও দিনাজপুর ছাত্র কল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতাবিরোধীদের জন্য ঢাকায় ঘৃণাস্তম্ভ বানাচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধসিলেটে পাথর কোয়ারিতে মাটিচাপায় দুই শ্রমিক নিহত