শনিবার রাতে বার্সাকে চমকে দিয়েছিল নবাগত জিরোনা। শুরুতে বার্সার জাল কাঁপালেও শেষটা ছিল বার্সারই। ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে জিরোনাকে। ম্যাচটিতে নিজের সবটুকু নিংড়ে দিয়েছিলেন প্রাণভোমরা মেসি। দুই গোল করলেও বানিয়ে দিয়েছেন আরও দুটি। আপাতদৃষ্টিতে মেসির এমন কৃতিত্ব সহজ মনে হলেও তাতে ছিল ঘাম ঝরানো পরিশ্রম।
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। তার মতে, ‘মেসি সব কিছু সহজভাবে উপস্থাপন করে দেয়। বাস্তবে কিন্তু সেগুলো সহজ নয়। মেসির পারফরম্যান্সের কোনও বিশ্লেষণই হয় না।’
এবারই প্রথম লা লিগায় খেলতে এসেছে জিরোনা। একই সঙ্গে ন্যু ক্যাম্পেও অভিষেক হয়েছে প্রথমবার। তাই জিরোনার শুরুর পারফরম্যান্স কল্পনাতীত বলেই মনে করেন বার্সা কোচ, ‘সফরকারীরা ঘাম ঝরিয়েছে, তারা আমাদের চাপে রেখেছিল। ওদের খুঁটিনাটি আমরা বিশ্লেষণ করেছি। আসলে প্রতিটি দলেরই আঘাত করবার অস্ত্র ও দক্ষতা রয়েছে।’ ওয়েবসাইট।