ট্রাস্ট ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক মঈনউদ্দীন। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার এ নিয়োগে অনুমোদন দিয়েছে। এর আগে ফারুক মঈনউদ্দীন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ট্রাস্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ফারুক মঈনউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৪ সালে এবি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৮৭ সালের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় তিনি বাংলাদেশ ব্যাংক এবং অধুনালুপ্ত বিসিসিআই ব্যাংক স্বর্ণপদক লাভ করেন। এছাড়া এবি ব্যাংকে কর্মরত অবস্থায় দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।
অভিজ্ঞ এ ব্যাংকার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করেন। তিনি ট্রাস্ট ব্যাংকে যোগদানের আগে দ্য সিটি ব্যাংকের এএমডি ছিলেন।