![](http://www.popular24news.com/wp-content/uploads/2018/02/1-42-300x196.jpg)
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লেগেছে।
রোববার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, সকাল ৭টার দিকে কোনাবাড়ী এলাকায় সেলিম ও সালামের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ওই স্টেশন অফিসার।
সকালে ব্যবসায়ী আব্দুস সালাম খানের গুদাম ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে।
এরআগে গত ১ ও ২ ফেব্রুয়ারি কোনাবাড়ি এলাকায় একই কায়দায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন ওই অগ্নিকাণ্ডে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছিল।