জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ রাজা রিনাদ, রানী জারিন

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ তম ব্যাচের ‘র‍্যাগ-৪০’ (শিক্ষা সমাপনী) উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে মাহবুবুল আলম রিনাদ ও রানী পদে জারিন তাসনিম প্রতীতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ভোটগ্রহণ শেষে রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হোসাইন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রানীপদে মোট ৯১৪টি করে ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে রাজা পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফার্মেসি বিভাগের মাহবুবুল আলম রিনাদ সর্বোচ্চ ৫১৭ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রানী পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের জারিন তাসনিম প্রতীতি সর্বোচ্চ ৫৪৩ ভোট পেয়ে রানীনির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরে মার্চ মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ব্যতিক্রমধর্মী এ র‍্যাগ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা
পরবর্তী নিবন্ধসরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে : মওদুদ