সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জ পৌরসভার দুইবারের পৌর মেয়র আয়ূব বখত জগলুল গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। মেয়র জগলুলের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১ মার্চ। ৪ ও ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১২ মার্চ প্রত্যাহার এবং ১৩ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ।
মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে জেলা আওয়ামী লীগ। দলের ৫ সম্ভাব্য প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তদবির করছেন। দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন মহুকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র ও এমএনএ, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত রাজনীতিক দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরীর ছেলে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি মরহুম আব্দুর রইছ ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত রফিকা রইছের ছেলে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শংকর চন্দ্র দাস, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হোসেন বখ্ত’র ছেলে প্রয়াত মেয়র (তৎকালীন পৌর চেয়ারম্যান) মনোয়ার বখ্ত নেক ও আয়ুব বখ্ত জগলুলের অনুজ নাদের বখ্ত। সাবেক পৌর কাউন্সিলর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, মনোনয়ন প্রত্যাশীদের আবেদন জমা দেবার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার ছিল। পাঁচ সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়নের জন্য লিখিত আবেদন করেছেন।
বিএনপির মনোনয়ন তদবির করছেন অধ্যক্ষ শেরগুল আহমদ, দেওয়ান সাজওয়ারা রাজা সুমন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লা আল নোমান।
জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আগামী শনিবারে মধ্যে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা দেবার জন্য বলে দিয়েছি আমরা, আগ্রহীদের নাম পরে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।
এদিকে, বিগত পৌর নির্বাচনে প্রয়াত মেয়র আয়ুব বখ্ত জগলুলের নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসনরাজার প্রপৌত্র স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন এবারও স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ার ঘোষণা দিয়ে প্রচারণায় নেমেছেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিনে সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ৪০৩
পরবর্তী নিবন্ধপাকিস্তানে অপারেশনের হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান