আলোচনার পর রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেবে দুদক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) আলাপ-আলোচনার পর আপিলের সিদ্ধান্ত নেবে। দুদকের আইনজীবী খুরশীদ আলম এ কথা জানিয়েছেন।

খালেদা জিয়ার আপিলের পর তার সাজা বাড়িয়ে দুদক আপিল করবে কি-না এ প্রশ্নের জবাবে দুদকের এই আইনজীবী এ কথা জানান।

তিনি বলেন, এ সিদ্ধান্ত নেবে দুদক। আজ আপিল শুনানির জন্য আমরা মেনশন করেছিলাম। পরে আপিল শুনানির জন্য বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত। আমরা রায়ের কপি সোমবার রাত ৯টায় পেয়েছি। এটা পড়ে কমিশন আলোচনার পর সিদ্ধান্ত নেবে।

সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি পেয়ে মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন খালেদার আইনজীবীর। এতে ৬০ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে এক হাজার ২২৩ পৃষ্ঠার নথিপত্র জমা দেয়া হয়েছে।

আপিলের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম।

জানা গেছে, বৃহস্পতিবার আপিল শুনানি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া নির্বাচনের যোগ্যতা হারালে সরকারের কিছু করার নেই: সেতুমন্ত্রী
পরবর্তী নিবন্ধখালিশপুর মাধ্যমিক বিদ্যালয়কে এইচএসসির কেন্দ্র না করতে স্মারকলিপি