যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ডান কোটস বলেছেন, পাকিস্তান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে। যার মধ্যে স্বল্প দূরত্বের কৌশলগত একটি অস্ত্র রয়েছে।
সিনেটে বিশ্বব্যাপী হুমকি ও ঝুঁকি নিয়ে শুনানিকালে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। শনিবার পাকিস্তানভিত্তিক জয়শ-ই-মুহাম্মদের সদস্যরা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর মার্কিন গোয়েন্দা প্রধানের মুখ থেকে এই ভাষ্য এলো। ওই হামলায় ছয় ভারতীয় সেনাসহ সাতজন নিহত হন।-খবর এনডিটিভি অনলাইন।
ডান কোটস বলেন, পাকিস্তান নিয়মিতভাবে পারমাণবিক অস্ত্র উদ্ভাবন করছে। যেটি ওই অঞ্চলের অস্থিরতার নতুন কারণ হতে পারে।
তিনি বলেন, যেসব দেশের হাতে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র আছে- তাদের মধ্যে উত্তর কোরিয়া অন্যতম। দেশটি সিরিয়া ও ইরানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। এভাবে পিয়ংইয়ং প্রাণঘাতী প্রযুক্তির বিস্তার ঘটাচ্ছে।