পপুলার২৪নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগে কাঞ্চন পৌর মেয়রসহ বিএনপি ও অংসগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, কাঞ্চন পৌর মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা, ঠাকুরবাড়িরটেক এলাকার মাসুদ মিয়া, পাচাইখাঁ এলাকার ইস্রাফিল মিয়া, ভোলাব এলাকার জহির মিয়া, গুতিয়াবো এলাকার ইকবাল হোসেন ও মৈকুলী এলাকার নজরুল ইসলাম।
ওসি ইসমাইল হোসেন জানান, রূপগঞ্জ থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ওই মামলার বাদী হলেন উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন। এ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।