বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সংবিধান অনুসারে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করবে, যেমনি ভাবে নির্বাচন কমিশন কুমিল্লা ও রংপুরের সিটি নির্বাচন করেছে। নির্বাচনে যারা জয়লাভ করবে, তারা সরকার গঠন করবে।
শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি প্রত্যেক নেতাকর্মী নিজ নিজ এলাকায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। যাতে করে কোনো অপশক্তি দেশের মধ্যে নতুন করে গোলযোগ সৃষ্টি করেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, আমরা দুইটি স্বপ্ন নিয়ে সরকার গঠন করেছি। একটি হল ডিজিটাল বাংলাদেশ গঠন করা, অপরটি হল ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠন। এক সময় এদেশকে তুচ্ছ করে বলা হতো তলাবিহীন ঝুঁড়ি, এখন বলে বিস্ময়কর উত্থানের রোল মডেল হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে আজ ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তব। দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০৪১ সালে আমরা বিশ্বের উন্নত দেশে পরিণত হব।