ইদলিবে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে সিরীয় বাহিনী

পপুলার২৪নিউজ ডেস্ক: সিরিয়ার আফরিন এলাকায় তুর্কি অভিযানের মধ্যেই দেশটির ইদলিব প্রদেশে সরকারি এবং সরকারপন্থী বাহিনীগুলোও অভিযান শুরু করেছে। আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের নির্মূল এ অভিযান শুরু করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিব প্রদেশের পূর্বাঞ্চলে এ সন্ত্রাসীগোষ্ঠীকে অবরোধ করা হয়েছে। খবর রেডিও তেহরানের।

আন-নুসরা ফ্রন্ট বর্তমানে জাবহাত ফতেহ আশ শামস হিসেবে পরিচিত। এ বাহিনীর দেড় হাজারের বেশি জঙ্গি অবরুদ্ধ হয়েছে। অবরুদ্ধ জঙ্গিগোষ্ঠীর সদস্যদের কাছে ট্যাংক, সাঁজোয়া গাড়ি, কামান এবং মর্টারসহ নানা অস্ত্রশস্ত্র রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিরীয় সেনাবাহিনী ইদিলিবে সন্ত্রাসীদের কবল থেকে আবু ধুহুর বিমান ক্ষেত্রসহ ২৪টি বসতি মুক্ত করেছে। এছাড়া ৩.৭ মাইল অগ্রসরও হয়েছে। গত এক মাসের বেশি সময় ধরে এ প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে সিরীয় বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধরোনাল্ডো না, আমি চাইব মেসিকেই: পেলে
পরবর্তী নিবন্ধমিয়ানমারের কাছে যুদ্ধবিমান বিক্রি করছে রাশিয়া