স্মারক ডাকটিকিট-খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী  

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং একটি বিশেষ সিলমোহর উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই শেখ হাসিনা এ ডাকটিকিট ও খাম উন্মোচন করেন।

বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘বৈঠকের শুরুতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড ও বিশেষ সিলমোহর উন্মোচন করেন।’

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিএ) ১৮২টি সদস্য দেশের সঙ্গে বাংলাদেশেও ‘অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য পরিবেশ’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হবে।

পূর্ববর্তী নিবন্ধহামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল তুরস্ক
পরবর্তী নিবন্ধরোনাল্ডো না, আমি চাইব মেসিকেই: পেলে