জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
রংপুরে সিটি করর্পোরেশন এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রজব (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত রজব ডাকাত দলের সদস্য। তার নামে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার ধান গবেষণা কেন্দ্রের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত রজব গাইবান্ধার দুর্গাপুর গ্রামের মজনুর ছেলে।ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রংপুর জেলার এএসপি মো. সাইফুর রহমান জানান, সিটি করর্পোরেশন এলাকার গবেষণা কেন্দ্রের সামনে ১০-১২ জনের একদল ডাকাত ডাকতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এ সময় সেখানে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গিয়ে রজবের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
এএসপি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর পুঠিয়া, তানোর, রংপুরের তারাগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর ও গাইবান্ধার পলাশবাড়ী থানায় ডাকাত রজবের নামে হত্যা ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।