এম. সাইফুল মিজান, কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বাংলার সংস্কৃতিকে ধরে রাখার লক্ষে বেসরকারি সামাাজিক সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের ১০ দিন ব্যাপী পিঠা উৎসব ও আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিন ব্যাপী পিঠা উৎসব ও আনন্দ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান এমপি। গৃহিনীদের তৈরি বিভিন্ন রকমের পিঠার স্টল ও হরেক রকমের পণ্যের প্রায় ৫০ টি স্টল মেলায় স্থান পেয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. আকতার হোসেন সোহেল ভ’ইয়া, মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ শাহারিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি রাজীব আহমেদ রাজু, সংগঠনের সভাপতি ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহসান হাবিব সুমন প্রমূখ।