কচুয়ায় প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে মানব বন্ধন

এম. সাইফুল মিজান, কচুয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় সংলগ্ন কচুয়া-কুমিল্লা আঞ্চলিক সড়কের মনোহরপুর নামক স্থানে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনের ফলে প্রায় পৌনে ১ ঘন্টা ওই সড়কের সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মানব বন্ধনে অংশ গ্রহনকারীরা প্রধান শিক্ষক আবুল খায়ের বিএসসি‘র বরখাস্ত প্রত্যাহার ও সভাপতি খোরশেদ আলম মান্নানের পদত্যাগ দাবী করেন। এক পর্যায়ে মানবন্ধনে অংশগ্রহনকারী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হিমেলকে এক শিক্ষকের উস্কানিতে মাথায় আঘাত করা হয়। এসময় অনান্য শিক্ষার্থীদের সহযোগিতায় হিমেলকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। উত্তেজিত শিক্ষার্থীরা সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান সরকারকে একটি কক্ষে অবরুদ্ধ করে এবং বিদ্যালয়ে তালা জুলিয়ে দেয় । সংবাদ পেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বরখাস্তের প্রতিবাদে মানববন্ধন করে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন, আমি সংবাদ পেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে শিক্ষার্থীদের পাঠদানের ব্যাবস্থা করে দিয়ে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকচুয়া উপজেলা নির্বাহী অফিসারের শীত বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধশ্রমিকরা দেশের অর্থনীতি সমৃদ্ধ করে তাই তাঁদের মর্যাদাও বেশি: গোলাম হোসেন