জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গাজীপুরের টঙ্গিতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারী হুমায়ূনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে ২টি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেফতার করে র্যাব-১ ব্যাটালিয়নের একটি দল।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গীর সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় বিপিএলের ফাইনাল খেলা দেখা অবস্থায় প্রবাস ফেরত দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে আসিফুর রহমান মিম (২৭)। নিহত আক্তার দুবাই এবং আসিফুর ইতালি প্রবাসী ছিলেন।