পপুলার২৪নিউজ প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপনির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘মনোনয়ন পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছি। আমি গর্বিত। কারণ দল এমন একটি প্রক্রিয়ায় এবার মনোনয়ন দিতে যাচ্ছে, যেখানে নবীন ও প্রবীণদের জন্য একই রকম ব্যবস্থা রয়েছে। আজ রাতে মনে হয় আমাদের সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। এর পরই আমি প্রচার শুরু করব।’
মনোনয়ন ফরম জমা দেয়ার সময় তাবিথ আউয়াল ২৫ হাজার টাকা জামানত দেন। তিনি বলেন, ‘এর আগের সিটি কর্পোরেশন নির্বাচনে ২০–দলীয় জোট আমাকে সমর্থন দিয়েছিল। সেবার ব্যাপক সাড়া পেয়েছিলাম। জনমতও ভালো তৈরি হয়েছিল। তবে ওই নির্বাচনটা আশানুরূপ হয়নি। প্রত্যাশানুযায়ী হয়নি।’
তাবিথ আরও বলেন, ‘যে জনমত ইতিমধ্যে তৈরি হয়েছে, যারা ভোটাধিকার হারিয়েছে, তারা এবার আশাবাদী। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’
বিএনপি নেতা ইসতিয়াক আজিজ, মুনির হোসেন, তাইফুল ইসলাম, বেলাল আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।