জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বাংলাদেশের মানুষ ধর্মভীরু তবে ধর্মান্ধ নয়। যার কারণে জঙ্গিদের মূলোৎপাটনে এ দেশের শিক্ষক বিভিন্ন পেশাজীবী মানুষ, আলেম-ওলামাসহ সবাই সহযোগিতা করেছেন। শনিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয় শত বছরপূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই বলেন- ধর্ম যার যার উৎসব সবার। আমরা সেটা বিশ্বাস করি বলেই সারা দেশে একটা প্রশান্তি ও শান্তির জায়গা বাংলাদেশ হয়েছে। শত প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলার পরও বাংলাদেশে একটা শান্তিময় পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলেই আমরা বাংলাদেশি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের সেবা করতে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন বাংলাদেশের হাল ধরে আছেন, কেউ এ দেশের উন্নয়ন ও অগ্রগতি কেউ রুখতে পারবে না। যত ষড়যন্ত্রই হোক না কেন বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে।
তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে ঢুকে পড়েছি। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। আশা করছি, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করব। আজকে আমরা সবজি উৎপাদনে বিশ্বে চতুর্থ। আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদা পূরণ করে বিদেশেও আমরা খাদ্য রফতানি করছি।
মিয়ানমার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে যখন অরাজকতা, দাঙ্গা-হামলা চলছে, নির্বিচারে মানুষ মারা হচ্ছিল, বঙ্গোপসাগরে মানুষের লাশ ভেসে উঠেছে। সেই সময় বাংলাদেশ সীমান্তের দ্বার খুলে দেয়া হয়েছিল। ১০ লাখ মানুষ এ দেশে আশ্রয় নিয়েছে। সেই আশ্রয় নেয়া মানুষকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে কুতুপালং ক্যাম্পে গেলেন। বৃদ্ধাকে জড়িয়ে ধরলেন, শিশু বাচ্চাকে কোলে নিলেন। এই দৃশ্য দেখে বিশ্বদরবারে তাকে মাদার অব হিউম্যানিটি উপাধি দেয়া হলো।
স্কুলের শত বছরপূর্তি উপলক্ষে মন্ত্রী বলেন, ১৮১৭ সালে দুই গ্রামের মানুষ মিলে এ স্কুল প্রতিষ্ঠিত করেছে। এ অঞ্চলের মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে। আজকে দুই গ্রামের মানুষ আর স্কুল দুটোই সমানভাবে এগিয়ে গেছে।