মুকসুদপুরে উন্নয় মেলার উদ্বোধন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

“উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের সাথে তাল মিলিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ১১ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদমাঠে মেলার উদ্বোধণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো.আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান প্রমুখ। এর আগে র‌্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান। এবারের বিষয় তথ্য প্রযুক্তি, সেবাখাত, অবকাঠামো, উন্নয়নখাতে বাংলাদেশের অর্জন। মেলায় উপজেলা পরিষদ, প্রশাসন, থানাসহ সরকারী ব্সেরকারী মিলে মোট ৪৪ টি ষ্টল অংশ গ্রহন করেছে। মেলার সমাপ্তি হবে ১৩ জানুয়ারী শনিবার ।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
পরবর্তী নিবন্ধজগন্নাথপুরে পিআইসি কমিটি থেকে ইউপি চেয়ারম্যানের অব্যাহতি