পদ্মায় ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ অালম জানান, মধ্যরাত থেকে নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ভোর সোয়া ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে অাসা যানবাহনের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
এদিকে কুয়াশার কারণে একই সময় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটেও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
জানা গেছে, ভোরে কুয়াশা বাড়তে শুরু করলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে। এসময় নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। সকালে কুয়াশা আরো বৃদ্ধি পেলে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ করে দেয়া হয় বলে লঞ্চঘাট সূত্রে জানা গেছে।