শৈত্যপ্রবাহে হাওরাঞ্চলে চাষাবাদ বিঘ্নিত

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জে ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডা বাতাসের সাথে শৈত্যপ্রবাহ চলছে। বোরো চাষাবাদের এই সময়ে এমন অবস্থায় আরেক নতুন শঙ্কায় পড়েছেন কৃষকরা। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা বলেছেন, এই অবস্থা আরো ৮ দিন চলবে। গত সোমবার ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসে তাপমাত্রা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জাহিদুল হক বলেছেন, এই অবস্থা দীর্ঘ মেয়াদি হলে বোরো ধানের চারার কিছুটা ক্ষতি হবে।
সুনামগঞ্জ জেলার ১৫৪ টি হাওরে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। চাষাবাদের এই সময়ে শুক্রবার থেকে জেলাজুড়ে শৈত্যপ্রবাহে বেকায়দায় পড়েছেন কৃষক ও শ্রমিকরা। হাওরের পানিতে নেমে দীর্ঘক্ষণ কাজ করা কষ্টকর হয়ে ওঠেছে। হাওরে পানি নিষ্কাশনে বিলম্ব হওয়ায় এমনিতেই এবার বোরো চাষাবাদ পিছিয়েছে। এখন শৈত্যপ্রবাহে চাষাবাদে বিঘ্ন ঘটছে। ছাতক উপজেলার হলদিউরা গ্রামের আনামুল হক বলেন, এমন ঠান্ডা, ক্ষেতে গিয়ে কাজ করতে পারে না মানুষ। ঘণ্টা খানেক হাওরে কাজ করলে শরীর ঠান্ডা হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধহাওররক্ষা বাঁধ দুর্নীতির দুটি মামলার তদন্তে নেমেছে দুদক
পরবর্তী নিবন্ধ২০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা ১৩ জানুয়ারি: ফখরুল