বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাচ্ছে ক্রিক টাওয়ার!

পপুলার২৪নিউজ ডেস্ক:

বুর্জ খলিফাকে টেক্কা দিতে তৈরি ‘ক্রিক হারবার টাওয়ার’। এতোদিন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম ছিল বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এবার তৈরি হলো ক্রিক টাওয়ার। বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। তবে এই রেকর্ড ভেঙে ক্রিকের উচ্চতা ৩ হাজার ৪৫ ফুট। ২০১৬ সালের অক্টোবরে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ।

ক্রিক হারবার টাওয়ার ঘিরে গড়ে তোলা হয়েছে ‘ক্রিক হারবার সিটি’। যেখানে সব বহুতলই সুউচ্চ। এই শহরে আবাসন তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষের বসবাস করার সুযোগ থাকছে। ক্রিক হারবার সিটির মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছে ক্রিক টাওয়ারটি। আবাসন বিষয়ক প্রতিষ্ঠান এমার এই প্রকল্পের কাজ শেষ করেছে।

বুর্জ খলিফা এমার প্রপার্টিজের চেয়ারম্যান মোহাম্মেদ আলাবার বলেন, দুবাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি আরব বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষকে পরিসেবা দিচ্ছে। এ ছাড়া আফ্রিকা ও ভারতের প্রায় ৩০ কোটি অনাবাসী রয়েছেন সে দেশে। তাই বলা যেতে পারে, প্রায় ৫০ কোটি মানুষের চাহিদা আছে এখানে।

সমীক্ষা বলছে, বর্তমানে সারা বিশ্বের প্রায় ২০ লাখ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু দুবাই। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প হলো ক্রিক হারবার। এটি দুবাইকে আরও বেশি আর্থিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে। ২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ট্রেড ফেয়ারে উদ্বোধন করা হবে আকাশচুম্বী অট্টালিকা ক্রিক হারবার টাওয়ার।

পূর্ববর্তী নিবন্ধএক শিশু আর ২০ বানরের বিস্ময়কর বন্ধন!
পরবর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন অপরাহ