নিরাপত্তার জন্য খালেদা জিয়ার মামলা বকশীবাজারে: আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; নিরাপত্তার স্বার্থেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১৪টি মামলা পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

এর আগে লন্ডনের স্থানীয় প্রশাসনিক ইউনিট টাওয়ার হ্যামলেটের বাংলাদেশি বংশোদ্ভূত স্পিকার সাবিনা আক্তারের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।

সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলাগুলো স্থানান্তর কোনো রাজনৈতিক কারণে করা হয়নি। আমরা দুই পক্ষেরই সিকিউরিটির ব্যাপারটি চিন্তা করে এটি করেছি।

আনিসুল হক বলেন, আপনারা (সাংবাদিক) দেখেছেন উনি (খালেদা জিয়া) আদালতে একলা যান না। ৩০০-৪০০ লোক নিয়ে সেখানে যান। তারা অনেক সময় সিকিউরিটির বিঘ্ন ঘটায়। এ অবস্থায় তার (খালেদা জিয়া) সিকিউরিটি দেখা প্রয়োজন। তাই আমরা দুই দিক থেকেই মনে করেছি সেখানে তার মামলার বিচার হলে এসব প্রতিবন্ধকতা থাকবে না। এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

খালেদা জিয়ার মামলা দ্রুত শেষ করার জন্য আদালত স্থানান্তর করা হলো কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, নো নো- ডিউ প্রসেসে খালেদা জিয়ার মামলাগুলো শেষ হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধভারতের পেট্রাপোলে ধর্মঘট, বেনাপোলে আমদানি রফতানি বন্ধ
পরবর্তী নিবন্ধট্রাম্প টাওয়ারে আগুন