এবার আমরণ অনশনের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

জাতীয়করণের দাবিতে গত আট দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করলেও দাবি পূরণে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার থেকে আমরণ অনশন পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা প্রাণ দেবো তবু আন্দোলন থামাবো না। আর তাই মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরণ অনশন পলিত হবে।

তিনি আরো বলেন, সরকারের কাছে আমাদের দাবি ‘বেতন-ভাতার ব্যবস্থা করে দিন’। না হলে আমরা শুধুমাত্র অবস্থান কর্মসূচি পালন করবো না আরো কঠোর কর্মসূচির দিকে এগোব।

প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত ১ জানুয়ারি (সোমবার) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।

পূর্ববর্তী নিবন্ধব্যাটমিন্টন খেলা রপ্ত না হওয়ায় বিপাকে শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত