৪০০তম ম্যাচে জার্ড মুলারের রেকর্ড ছুঁলেন মেসি

পপুলার২৪নিউজ ডেস্ক:

আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। গোল করেই লা লিগায় নিজের ৪০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার। স্পর্শ করলেন কিংবদন্তি জার্ড মুলারের রেকর্ড। ইউরোপের প্রথম ৫ লিগে একই ক্লাবের হয়ে সর্বোচ্চ ৩৬৫ গোলের রেকর্ড এতদিন দখলে ছিল মুলারের। রবিবার রাতে ক্যাম্প ন্যু তে লেভন্তের বিপক্ষে ১২ মিনিটে গোল করে সেই রেকর্ড ভাগ বসালেন মেসি।

মেসির নতুন কীর্তির দিনে বার্সেলোনা জিতল ৩-০ গোলে। ম্যাচের দ্বাদশ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন মেসি। জার্দি আলবাকে বল দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে সতীর্থের হেডে ফিরতি বল পেয়ে হাফ-ভলিতে গোল করেন মেসি। বল পোস্টের ভিতরের দিকে লেগে জালে জড়ায়। চলতি লিগে এ নিয়ে সর্বোচ্চ ১৬ গোল করলেন মেসি।

২৫তম মিনিটে চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের দারুণ একটি শট ঝাঁপিয়ে ঠেকান গোলকিপার। আলগা বল ফাঁকায় পেয়ে সুয়ারেসের শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়। পরপর দুই সুযোগ মিস করার পর ৩৮তম মিনিটে অতর্কিত এক আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। ডি-বক্সে সের্হিও রবের্তোর পাঠানো বল পেয়ে ডান পায়ের জোরালো শটে এবারের লিগে নিজের একাদশ গোলটি করেন উরুগুয়ের সুপারস্টার।

দ্বিতীয়ার্ধের বেশ কিছু আক্রমণ হলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। যোগ করা সময়ে ডি-বক্সের মধ্যে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে কয়েকজনকে কাটিয়ে ৬ গজ বক্সের মুখে বল পাঠান মেসি। বল পেয়ে অনায়াসে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পলিনহো। এই জয়ে  ১৮ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৮।

পূর্ববর্তী নিবন্ধতীব্র শীতের কবলে দেশ
পরবর্তী নিবন্ধমা-ছেলেকে গলা কেটে হত্যা : প্রতিবেদন দাখিল ১১ ফেব্রুয়ারি