লাইফ সাপোর্টে কথাসাহিত্যিক শওকত আলী

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক শওকত আলীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি ফুসফুসের জটিল রোগে আক্রান্ত।

৮১ বছর বয়সী এই সাহিত্যিকের ছেলে আসিফ শওকত কল্লোল সাংবাদিকদের জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার বাবাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে শনিবার সন্ধ্যায় ৬টায় চিকিৎসকরা ব্রিফ করবেন বলেও জানান তিনি।

এর আগে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত শওকত আলীকে গত বৃহস্পতিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে জন্ম নেওয়া শওকত আলী ছাত্র জীবনে কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন তিনি।

কথাসাহিত্যে অবদানের জন্য ১৯৯০ সালে একুশে পদক পান শওকত আলী। পরে বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কার পান।

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক অপশক্তি নির্মূলের অন্যতম হাতিয়ার চলচ্চিত্র : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাণিজ্য মেলায় ওয়ালটনের ৭ শতাধিক মডেলের পণ্য