প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন কর্মসূচি প্রত্যাহার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষকরা। শুক্রবার বিকালে এ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা

অন্যান্য দিনের মতো শুক্রবারও জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে স্যালাইন লাগিয়ে অনশন কর্মসূচি পালন করছিলেন আন্দোলনকারীরা। তবে অসুস্থ হয়ে পড়লেও ওষুধগ্রহণে রাজি হননি শিক্ষকরা। পরে বিকালে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর এ অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের আয়োজনে এ ‘আমরণ অনশন’ কর্মসূচি পালন করছিল শিক্ষকরা। এ আন্দোলনে শুক্রবার পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। আমরণ অনশনে যাওয়ার আগে প্রেসক্লাবের সামনে প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন আন্দোলনরত শিক্ষকরা।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন ঠেকানোর চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে : কাদের
পরবর্তী নিবন্ধ বিএনপির সাবেক এমপি মোজাহার আলী আর নেই