যুক্তরাজ্যে বিদেশি ছাত্রদের নিয়ম পাল্টাচ্ছেন থেরেসা মে

পপুলার২৪নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বিদেশি ছাত্রদের অভিবাসী হিসেবে গণনা করার পক্ষে দীর্ঘদিন তার সিদ্ধান্ত ধরে রেখেছেন। যদিও এ নীতি থেকে সরে আসতে যুক্তরাজ্যের বহু নীতিনির্ধারকই তাকে অনুরোধ করেছেন।

নতুন নিয়মে যুক্তরাজ্যে যাওয়া বিদেশি ছাত্ররা ক্ষতিগ্রস্ত বা নিরুৎসাহিত হবে বলে ধারণা করছেন নীতিনির্ধারকরা।থেরেসা প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন দেশটির মন্ত্রী ছিলেন, তখন থেকেই তিনি এ বিষয়ে তার অবস্থান ধরে রেখেছেন। তবে তাকে এ নীতি থেকে সরে আসার ব্যাপারে সবাই অনুরোধ করছেন।

এ বছরের শেষের দিকে নতুন ইমিগ্রেশন বিল উত্থাপন করা হবে। তাতে বিদেশি শিক্ষার্থীদের অভিবাসী হিসেবে উল্লেখ করা হতে পারে।

যুক্তরাজ্যের অন্যান্য প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে থেরেসার এ বিষয়টি নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়েছে।

তবে থেরেসার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বিষয়ে মতামত অতি পরিষ্কার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১২ মাসের বেশি সময় কেউ যদি এসে থাকে তাহলে তাকে ইমিগ্র্যান্ট বলা হবে। ’

থেরেসার বিরোধীতা করে যুক্তরাজ্যের অন্য মন্ত্রীরা বলছেন, নতুন এ নিয়মের ফলে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র : ইনডিপেনডেন্ট

পূর্ববর্তী নিবন্ধইরানের আন্দোলনের পেছনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ
পরবর্তী নিবন্ধধর্ষণ রুখতে স্মার্ট প্যান্টি তৈরি করল ভারতীয় ছাত্রী, খুলবে পাসওয়ার্ডে!