ভারতে দলিত ও কট্টর হিন্দুদের মধ্যে সংঘর্ষ

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় দলিত সংগঠনগুলোর বিক্ষোভের ফলে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে কয়েকটি হিন্দুত্ববাদী ও দলিত সংগঠনের মধ্যে সহিংসতায় একজনের মৃত্যু হয় গত সোমবার।

তারপরই হাজারো দলিত শ্রেণির মানুষ মুম্বাই শহরের উপকণ্ঠসহ মহারাষ্ট্রের বিভিন্ন রাস্তায় নেমে পড়ে।গতকাল মঙ্গলবার প্রায় দেড় শ’টি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। ট্রেন ও বিমান পরিষেবাও বিঘ্নিত থেকেছে সারা দিন।

আজ বুধবার মহারাষ্ট্রে রাজ্যব্যাপী বনধের ডাক দিয়েছেন দলিত নেতা প্রকাশ আম্বেডকার এবং আটটি দলিত সংগঠন।

ঘটনার শুরু দেশটির পুনে শহরে। গত সোমবার দলিত সংগঠনগুলো পুনেতে এক বিশাল সমাবেশ করেছিল ২০০ বছর আগের এক যুদ্ধ জয়ের বিজয় দিবস পালন করতে।

ভিমা কোরেগাঁও যুদ্ধ নামে পরিচিত ওই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির সেনাবাহিনী পুনের ব্রাহ্মণ পেশোয়া রাজাদের পরাজিত করেছিল। ইস্ট ইন্ডিয়া কম্পানির বাহিনীতে বেশির ভাগ সদস্যই ছিলেন ‘মাহার’ নামক দলিত শ্রেণির মানুষ।

ব্রাহ্মণ রাজাদের বিরুদ্ধে সেই যুদ্ধজয়কে দলিত সংগঠনগুলো এখন পালন করতে চাইছে হিন্দুত্ববাদী আরএসএস-এর মতাদর্শের বিরুদ্ধে জয় হিসেবে।ওই সমাবেশে গুজরাটের দলিত নেতা জিগনেশ মেওয়ানি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা উমর খালিদসহ জাতীয় স্তরের দলিত নেতানেত্রীরা হাজির ছিলেন। সেখান থেকেই একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা পাথর নিক্ষেপ করেন যার জের ধরে শুরু হয় সহিংসতা।  ধীরে ধীরে তা এখন ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য এলাকায়ও।

একদিকে মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনবীশ, অন্যদিকে দলিত নেতৃত্ব- দুই পক্ষেই শান্তি বজায় রাখার আবেদন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের মানবিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
পরবর্তী নিবন্ধইরানের আন্দোলনের পেছনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ