ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র, পুলিশ ও বস্তিবাসীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের ছাত্র রাশেদ, মাজহারুল ইসলাম মানিক, এসএস শাহ জালাল, নাদিম, জাহিদুল ইসলাম, রনি বাবু, আব্দুল্লাহ আল মামুন প্রান্ত, বাসুদেব, বাবলু ও সাইফুল ইসলাম,বাকিদের নাম জানা য়ায়নি।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ফয়সাল মাহমুদ জানান, স্থানীয় বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশেপাশে মাদক বিক্রি ও সেবন করে। এদেরকে বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এরপর পুলিশ এসে ইনস্টিটিউটের লতিফ হলের সামনে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, আহতদের হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় শর্টগানের গুলি লেগেছে। তারা সবাই চিকিৎসাধীন রয়েছে।