মুকসুদপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত-২০

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ পতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফায়েক মিয়া (৩০) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফায়েক মিয়া মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। পুলিশ অভিযান চালিয়ে এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এরা হলো বাহাড়া গ্রামের শাহজানার মিয়া (৫৮), জহুর আলী (৫২), শফিউল্লাহ (২৮) এবং মিজানুর রহমান।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, উপজেলার বাড়ারা গ্রামের আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, এনিয়ে উভয় পক্ষের নামে একাধিক মামলা মোকদ্দমাও আছে।
এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে। ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সরোয়ার গ্রুপের সমর্থক ফায়েক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত ও বেশ কয়েকটি বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। মুকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মুকসুদপুর উপজেলা হাসপাতাল ও পার্শ্ববর্তী ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান এলাকার পরিস্থিতি এখন শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন তিন মন্ত্রী, এক প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিএনপি নির্বাচনে যাবেই: খালেদা জিয়া