রাষ্ট্রের তিন বিভাগের সমন্বয় থাকা জরুরি: রাষ্ট্রপতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রাষ্ট্রের তিন বিভাগের সমন্বয় থাকা জরুরি। এক বিভাগের কাজে অন্য বিভাগের কাজ যাতে বাধাগ্রস্ত না হয় ও জাতীয় স্বার্থ বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মঙ্গলবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি একথা বলেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা, সুপ্রিম কোর্টের উভয়পক্ষের বিচারপতিগণ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও আদালতের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি দিবসটি উদযাপন করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধশপথ নিতে বঙ্গভবনে নারায়ণ-কামাল-কেরামত ও জব্বার