অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্তে বাবা-পুত্র-কন্যাসহ ৬ জন নিহত

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি প্লেন বিধ্বস্ত হয়ে যুক্তরাজ্যের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী, তার দুই পুত্র ও এক কন্যাসহ ছয়জন নিহত হয়েছেন।

নতুন বছর উদযাপন শুরুর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় রবিবার রাত ৩টা ১০ মিনিটে প্লেনটি বিধ্বস্ত হয়ে একটি নদীতে পতিত হয়। সিডনির কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল উত্তরে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-ক্যাটারিং ফার্ম কোম্পাস গ্রুপের নির্বাহী প্রধান বিশিষ্ট ব্যবসায়ী রিচার্ড কাজিনস (৫৮), তার সঙ্গিনী ইমা বাউডেন (৪৮) ও তাদের দুই পুত্র উইলিয়াম কাজিনস (২৫) ও অ্যাডওয়ার্ড কাজিনস (২৩) এবং কন্যা হিদার বাউডেন (১১)। এ ঘটনায় ওই বিমানের পাইলটও নিহত হন।

সিডনি পুলিশ জানিয়েছে, ওই পরিবার ছুটির দিন উদযাপন করতে যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়া যায়। সেখানে ঘুরাফেরা শেষে ফিরতি ফ্লাইটে সিডনির উপকূল এলাকা রোজ বে’তে যাওয়ার পথে প্লেনটি বিধ্বস্ত হয়।

ঠিক কি কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

হারভার্ড বিজনেস রিভিউ এর বিবেচনায় নিহত রিচার্ড কাজিনস সম্প্রতি বিশ্বের সেরা কৃতিত্বপূর্ণ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে খ্যাতি অর্জন করেন। সূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধবিএনপির দিক থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে: হাছান মাহমুদ
পরবর্তী নিবন্ধবগুড়ায় বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৪