চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সদস্য আটক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন গায়েরে এহসার সদস্যকে জিহাদি বইসহ আটক করেছে র‌্যাব।

শনিবার মধ্যরাতের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরা মতিবাজার গ্রামের মৃত নেফাউর রহমানের ছেলে আজিবুল হক (৫৩), ধোবরা গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও লক্ষ্মীপুর মোবারকপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)।

এ সময় তাদের কাছ থেকে চারটি জিহাদি বই, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি টর্চলাইট, একটি গ্যাস লাইটার, জাতীয় পরিচয়পত্র ও পানির বোতল উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, ভোররাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কামারদহ ছোট সাঁকোসংলগ্ন একটি আমবাগানে অভিযান চালানো হয়।

গোপন বৈঠক চলাকালে আজিবুল হক ও সাইফুল ইসলামকে আটক করে র‌্যাব।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।

পরে আজিবুল হক ও সাইফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর মোবারকপুর গ্রাম থেকে তাজামুল হককে আটক করা হয়। তারা জেএমবির গায়েরে এহসার সদস্য।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয় হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতিন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূ খুন