খালেদা জিয়ার পক্ষে অসমাপ্ত যুক্তিতর্ক বৃহস্পতিবার

পপুলার২৪নিউজ ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক শেষ হয়েছে।

বৃহস্পতিবার অসমাপ্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

বুধবার দুপুরে রাজধানীর বকশীবাজারে পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী আব্দুর রেজ্জাক খান যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এর পর আদালতে বিএনপি চেয়ারপারসনের পক্ষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। তার অসমাপ্ত বক্তব্য বৃহস্পতিবার উপস্থাপন করবেন।

এর আগে বেলা সাড়ে ১১টার কিছু আগে খালেদা জিয়ার উপস্থিতিতে আদালতে যুক্তিতর্ক শুরু হয়।

আব্দুর রেজ্জাক ও খন্দকার মাহবুব হোসেন ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদ, সানাউল্লাহ মিয়াসহ খালেদা জিয়ার অর্ধশতাধিক আইনজীবী এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে দুর্নীতির এ মামলায় যুক্তিতর্কে অংশ নিতে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন।

মঙ্গলবার তৃতীয় দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাইয়ে রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করা হয়। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন- খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।

 

পূর্ববর্তী নিবন্ধউকিল নোটিশ পাঠিয়ে কোনো লাভ হবে না : হাছান মাহমুদ
পরবর্তী নিবন্ধ‘নির্বাচনে অংশগ্রহণ করা গণতন্ত্রের সাফল্যের অন্যতম মাপকাঠি’