ওয়াটা কেমিকালের এমডিকে ৫ লাখ টাকা জরিমানা

 

পপুলার২৪নিউজ প্রতিবেদক: মূল্য সংবেদনশীল তথ্য গোপন করায় ওয়াটা কেমিকেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নজরুল ইসলামকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএসইসির কর্মকর্তারা জানান, ওয়াটা কেমিকেলের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম এবং আবু সাদাত মো. সায়েম নামে এক বিনিয়োগকারী ২০১১ সালের ১৬ জানুয়ারি বন্ধ কোম্পানিটি চালু করার লক্ষ্যে অর্থায়নের জন্য শর্ত সাপেক্ষে একটি সমঝোতা স্মারক সই করেন এবং কোম্পানিটি চালু করেন।

এটি মূল্য সংবেদনশীল তথ্য হলেও তা প্রকাশ না করে কোম্পানি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে বলে বিএসইসি সিদ্ধান্ত নিয়েছে।

আইন ভঙ্গ করায় নজরুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ২০১৪ সালের এপ্রিল মাসের মাসিক মূলধনে শেয়ার ধারণের পরিমাণ যথাযথভাবে প্রদর্শন না করায় পরিচালক ও স্পন্সর এ এইচ এম আব্দুল্লাহ ও এম এ মান্নানকে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশাহজালালে ১২টি স্বর্ণের বার সহ দুই ভারতীয় আটক
পরবর্তী নিবন্ধভারতে বইমেলায় জেমস!