প্রথম দুটি নাম অস্বাভাবিক কিছু নয়। সাকিব আল হাসান ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সেরাদের তালিকায় আছেন।
এজন্যই তিনি বিশ্বসেরা অল-রাউন্ডার। আর এখন পর্যন্ত বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম মাশরাফি বিন মুর্তজা। তবে বছরজুড়ে বোলিংয়ে সমালোচিত হয়ে ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমানও কিন্তু সেরা তিন বোলারের একজন। আসুন দেখে নেওয়া যাক ২০১৭ সালে টাইগার বোলারদের পরিসংখ্যানঃক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টে সবারও ওপরে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ৭ ম্যাচের ১৪ ইনিংস বল করে ৩৩.৩৭ গড়ে নিয়েছেন ২৯টি উইকেট। ইনিংসে সেরা ফিগার ৬৮ রানে ৫ উইকেট। আর ম্যাচে ১৫৩ রানে ১০ উইকেট নিয়েছেন এই মহাতারকা। দ্বিতীয় স্থানে থাকা তরুণ অল-রাউন্ডার মেহেদী মিরাজ ৮ ম্যাচের ১৫ ইনিংসে ৫৪.০৮ গড়ে নিয়েছেন ২৪ উইকেট। ৬ ম্যাচের ১১ ইনিংসে ৩৬.৩৭ গড়ে ১৬ উইকেট নিয়ে তিনে আছেন মুস্তাফিজ।
ওয়ানডেতে শীর্ষ নামটি দেখে অবাকই হতে হয়। ১১ ম্যাচের ১০ ইনিংস বল করে ৩২.৫৭ গড়ে ১৪ উইকেট নিয়ে সবার ওপরে মুস্তাফিজুর রহমান। সেরা ফিগার ২৩ রানে ৪ উইকেট। ১৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন মাশরাফি। সেরা ৬৫ রানে ৩ উইকেট। তিন নম্বর স্থানে আছেন ম্যাশের প্রিয় ‘শিষ্য’ তাসকিন আহমেদ। ৯ ম্যাচে সদ্য বিবাহিত এই তরুণ পেসার তুলে নিয়েছেন ১০ উইকেট। সেরা ৪৭ রানে ৪ উইকেট। ৬ উইকেট নিয়ে সাকিব আছেন অনেকটা পিছিয়ে ৬ নম্বরে।
টি-টোয়েন্টির শীর্ষে আবারও সেই সাকিবের নাম। ৭ ম্যাচে ২৩.৩৭ গড়ে নিয়েছেন ৮ উইকেট। ২৪ রানে ৩ উইকেট তার সেরা ফিগার। ৫ ম্যাচে ২৪.৫০ গড়ে সমান ৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন গতি তারকা রুবেল হোসেন। সেরা ফিগার ৩১ রানে ৩ উইকেট। তিনে আছেন আবারও সেই মুস্তাফিজ। ৪ ম্যাচে নিয়ছেন ৫ উইকেট। ৫ ম্যাচে ৪ উইকেট নিয়ে চারে আছেন মাশরাফি। এ বছর মাত্র ৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সবগুলো বিদেশের মাটিতে। জয় পেয়েছে মাত্র ১টিতে।