নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
জগন্নাথপুরে ব্রিজ আছে রাস্তা নেই। পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় ২০ বছর আগে খালের উপর ব্রিজ নির্মান করা হয়। ব্রিজের দু’পাশে রাস্তার সংযোগ না থাকায় নির্মানের পর থেকেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ব্রিজটি।
জানা যায়, ১৯৯৮ সালে প্রায় ২৫ মিটার দৈর্ঘ্য এ ব্রিজটি নির্মাণ করা হয়ে। তবে কোন সংস্থা কর্তৃক ব্রিজটির নির্মাণ কাজ করা হয়েছে তা খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে এলজিইডি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে খোঁজ নিয়েও ব্রিজটির নির্মাণকারী প্রতিষ্টানের কোন তথ্য পাওয়া যায়নি। ব্রিজটি নির্মাণের পর থেকেই স্থানীয় লোকজনদের যাতায়াতে কাজে আসেনি। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তৎকালিন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নির্মিত ব্রিজের দু’পাশের রাস্তাটি পরিবর্তন করে পশ্চিম ভবানীপুর ও পূর্ব ভবানীপুর এলাকাবাসী নলুয়ার হাওরে যাতায়াতের সুবিধার্থে ব্রিজ থেকে প্রায় ৩শ ফুট পূর্ব দিকে নতুন করে পশ্চিম ভবানীপুর সড়ক নির্মান করা হয়। এর পর থেকেই ব্রিজটি পরিত্যক্ত। কিন্তু নতুন করে নির্মিত সড়কটিতে ঐ স্থানে বাশেঁর ব্রিজ নির্মাণ করে সড়ক দিয়ে লোকজন যাতায়াত করে আসছেন।
এলাকাবাসী জানান, মাঠের উপর রাস্তা বিহীন দন্ডায়মান ব্রিজটি ২০ বছর আগে নির্মান করা হয়েছে। নির্মানের পর থেকে ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জগন্নাথপুর উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, ব্রিজটির নির্মাণকারী প্রতিষ্টানের কোন তথ্য এখানে নেই। তবে কবে কখন এ ব্রিজটি নির্মাণ কাজ হয়েছে তার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।