সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার সকালে উপজেলার বাংলাবাজার এলাকায় ১০ শয্যা বিশিষ্ট ‘ফাতেমা খানম মা ও শিশু কল্যাণ কেন্দ্র’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন করেছে। এসব কেন্দ্রে সহজেই গ্রামের সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন চিকিৎসা সেবা গ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন।

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে আগামী নির্বাচনে জনগণ লাল নোটিশ দেবে: নাসিম
পরবর্তী নিবন্ধযশোরে লক্ষ্যভ্রষ্ট গুলিতে প্রাণ গেল দোকানির