ফিফার র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৭

পপুলার২৪নিউজ ডেস্ক:

ফিফা র‌্যাংকিং এখন বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। র‌্যাংকিং ঘোষণা করেছে ফিফা- শুনলেই অনেকের মনে শঙ্কা জাগে, আবার না কয়েক ধাপ নেমে গেলো বাংলাদেশ। বাংলাদেশ নেমে যাওয়া মানেই ২০০-এর আরো কাছে। বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। ফিফা র‍্যাংকিংয়ে ২০৬ টি দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান ১৯৭ এ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল শ্রীলঙ্কা ও পাকিস্তান। শ্রীলঙ্কা রয়েছে ২০০তম স্থানে। আর পাকিস্তান রয়েছে ২০১ এ। শীর্ষে থাকা ৩৫ দলের কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে রয়েছে জার্মানি। দুইয়ে ব্রাজিল ও তিনে পর্তুগাল। আর্জেন্টিনা রয়েছে চারে।

এদিকে এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইরান। তাদের অবস্থান ৩২ এ। এরপর রয়েছে অস্ট্রেলিয়া (৩৮), জাপান (৫৭) ও দক্ষিণ কোরিয়া (৬০)। পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে ১০৫তম স্থানে। মায়ানমার রয়েছে ১৪০ এ।

পূর্ববর্তী নিবন্ধএল ক্লাসিকোতে অনিশ্চিত রোনালদো
পরবর্তী নিবন্ধমুবাশ্বারকে মেরে ফেলা নিয়ে অপহরণকারীদের বাকবিতণ্ডা